কলম্বো, ২৬ আগস্ট:দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে আজ দুপুরে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হবে। তিনি শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম নির্বাহী রাষ্ট্রপতি যিনি এমন অভিযোগে গ্রেফতার ও রিমান্ডে গেলেন।
৭৬ বছর বয়সি এই নেতা ২২ আগস্ট দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট -এর হাতে গ্রেফতার হন। অভিযোগ, রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করে তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন। এই সফরের সময় তিনি ও তার স্ত্রী অধ্যাপক মৈথ্রী বিক্রমাসিংহে অংশ নেন ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে। সফরটি কিউবার হাভানায় অনুষ্ঠিত G77 সম্মেলন শেষে ফেরার পথে হয়।
প্রাক্তন প্রেসিডেন্ট দাবি করেছেন, তার স্ত্রী নিজ খরচে ভ্রমণ করেছিলেন এবং রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করা হয়নি। তবে সিআইডি-এর অভিযোগ, এই ব্যক্তিগত সফরের যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল। এ কারণে তাকে ‘পাবলিক প্রোপার্টি অ্যাক্ট’ অনুযায়ী রিমান্ডে রাখা হয় আজ ২৬ আগস্ট পর্যন্ত।
গ্রেফতার হওয়ার পর বিক্রমাসিংহেকে প্রথমে প্রিজন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শরীরের পানিশূন্যতা দেখা দিলে তাকে স্থানান্তর করা হয় ন্যাশনাল হাসপাতালে, যেখানে বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন।
এই ঘটনা শ্রীলঙ্কার রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে।

