আগরতলা, ২৫ আগস্ট: শহরের নাগরিক সমস্যা ও পরিষেবা ঘাটতির বিরুদ্ধে সরব হয়ে ৯ দফা দাবির ভিত্তিতে আগরতলা পুর নিগমের এসইউসিআই। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুর নিগমের গাফিলতির কারণে শহরের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে যার প্রভাব পড়ছে সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে।
এদিন এসইউসিআই-এর এক প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নাগরিকরা সময়মতো কর প্রদান করলেও তারা পরিষেবা পাচ্ছেন না। মশার উপদ্রব, নোংরা আবর্জনা, জল জমে থাকা এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রমাণ করে পুর নিগমের চূড়ান্ত ব্যর্থতা। তিনি আরও বলেন, শুধু তাই নয়, পুর নিগমের গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে শহরে ট্রাফিক জ্যাম এবং বায়ু দূষণ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। নিগম নিজেই পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডেপুটেশনে উত্থাপিত ৯ দফা মূল দাবিগুলো হল, মশার উপদ্রব নির্মূলের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিশেষ করে জল জমে থাকা এলাকাগুলিতে ওয়ার্লি এবং ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ ত্বরান্বিত করা। নিয়মিত আবর্জনা সাফাই ও শহরের প্রত্যেক ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন বসানো, বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা বহু এলাকায় এখনও পানীয় জলের সমস্যায় ভুগছেন নাগরিকরা, হরের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ ও ওষুধ সরবরাহের সুব্যবস্থা।
তাছাড়া, জল নিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণ বর্ষাকালে শহরের রাস্তাঘাটে জল জমে জনদুর্ভোগ চরমে পৌঁছায়, ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং পুর নিগমের গাড়ির দূষণ নিয়ন্ত্রণে আনা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এসইউসিআই নেতৃত্বের দাবি, যদি এই দাবিগুলি দ্রুত পূরণ না করা হয়, তবে সংগঠন আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। আগরতলা শহরের নাগরিকরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, কিন্তু প্রশাসন নির্বিকার বলে অভিযোগ।
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে ওয়ার্ডভিত্তিক জনমত সংগ্রহ অভিযান চালানো হবে এবং সমস্যা নিরসনের লক্ষ্যে পুরনিগমে গণচাপ সৃষ্টি করা হবে।

