অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৫ আগস্ট: অতিসত্বর এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন শতাধিক চাকরি প্রত্যাশী যুবক-যুবতী। আজ সকাল থেকে আগরতলার টিআরবিটি দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের একটাই দাবি, অবিলম্বে ফলাফল প্রকাশ করুন।

চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে টিবরবিটির-এর অধীনে এসটিজিটি নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। সেই সময় পরীক্ষায় কয়েক হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। কিন্তু দীর্ঘ প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি টিআরবিটি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শুরুর কোনও ইঙ্গিতও মেলেনি।

বিক্ষোভে অংশ নেওয়া এক চাকরি প্রার্থী জানান, আমরা ২০২২ সাল থেকে অপেক্ষা করে আছি। প্রতিবার সরকার শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু বাস্তবে কিছু হয়নি। আমাদের মধ্যে অনেকে বয়সের সীমায় পৌঁছে যাচ্ছেন। ফলাফল না এলে নিয়োগে অংশগ্রহণ করাও সম্ভব হবে না।

এদিন করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক দফতরে তাঁদের দাবি জানিয়েও কোনও সদুত্তর পাননি। তাই বাধ্য হয়েই আজ টিআরবিটি অফিসের সামনে এসে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে অতিসত্বর ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের একটি বড় অংশের অভিযোগ, দীর্ঘসূত্রিতার কারণে তাঁদের অনেকেরই বয়স শীঘ্রই সরকারি চাকরির ঊর্ধ্বসীমা অতিক্রম করে যাবে। তখন আর এই নিয়োগে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তাই তাঁদের দাবি, সময়ক্ষেপণ না করে অবিলম্বে ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক সরকার যদি দ্রুত কোনও পদক্ষেপ না নেয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।