প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মেগা রক্তদান শিবির

আগরতলা, ২৪ আগস্ট : প্রতিবছর দেশে প্রায় ১১ মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হলেও রক্তদান শিবিরের মাধ্যমে সরবরাহ হয় মাত্র ৮ থেকে ৯ মিলিয়ন ইউনিট। এই ঘাটতি পূরণে সমাজের সকল স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস।

রবিবার আগরতলার আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মেগা রক্তদান শিবিরে তিনি উল্লেখ্য কথাগুলো বলেন। রাজযোগিনী প্রকাশমণির ১৮তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রক্তদান মানবতার সর্বোত্তম দান। এটি শুধু জীবন রক্ষা করে না, সমাজে আত্মত্যাগ ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে তোলে।