আগরতলা, ২৪ আগস্ট : মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটারনিটির উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং সংগঠনের সম্পাদিকা সোমা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান। সমাজের প্রয়োজনে প্রত্যেককে রক্তদানে এগিয়ে আসা উচিত। শিবিরে বহু স্বেচ্ছাসেবী অংশ নেন।

