স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত ফ্লোরিক বর্ষসেরা ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগরতলা, ১৭ আগস্ট : ত্রিপুরার ক্রীড়া মহলে উৎসবের আমেজ। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত ফ্লোরিক বর্ষসেরা ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের পাঁচজন প্রাক্তন দিকপাল। পাশাপাশি ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং বিশিষ্ট অতিথিরা।
এদিন রাজ্যের ২২ জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয় তাঁদের ক্রীড়া অবদানের স্বীকৃতি স্বরূপ। পাশাপাশি অতীতের পাঁচজন প্রাক্তন দিকপাল ফুটবলারের হাতেও তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
ক্লাবের এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে শুধু ক্রীড়াপ্রেমীদেরও আগ্রহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে ব্যাপক উচ্ছ্বাসের লক্ষ্য করা গেছে।