সিসোদিয়াই “আপ”-এর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন: মোহালির ডেপুটি মেয়র কুলজিত সিং বেদি

মোহালি, ১৭ আগস্ট: মোহালি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র কুলজিত সিং বেদি সিনিয়র আম আদমি পার্টি (আপ) নেতা মণীষ সিসোদিয়ার বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। সম্প্রতি এক সভায় সিসোদিয়া প্রকাশ্যে বলেন, “মিথ্যে বললেও, ‘সাম, দাম, দণ্ড, ভেদ’ প্রয়োগ করেও—যেভাবেই হোক, ২০২৭ সালের নির্বাচন জিততেই হবে।” এই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। বেদি কটাক্ষ করে বলেন, “মণীষ সিসোদিয়া নিজেই আপ-এর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। এখন পাঞ্জাববাসী নিজেরাই ‘সাম, দাম, দণ্ড, ভেদ’ নীতিতে দলটিকে রাজ্য থেকে বিতাড়িত করবে।”

বেদির দাবি, একজন সিনিয়র নেতার মুখে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, “এটা আপ-এর আসল মুখোশ উন্মোচন করেছে। এই দলের একমাত্র লক্ষ্য হলো যেকোনও মূল্যে ক্ষমতা ধরে রাখা, জনকল্যাণ নয়।” ডেপুটি মেয়রের অভিযোগ, আপ ইতিমধ্যেই পাঞ্জাবে সব দিক থেকে ব্যর্থ হয়েছে এবং এখন সিসোদিয়ার বক্তব্যই প্রমাণ করে দিচ্ছে যে দলটির কোনও সুস্পষ্ট দিশা বা জনস্বার্থমূলক পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, “যাঁরা এমন মানসিকতা নিয়ে রাজনীতি করেন, তাঁদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত।”