কিশ্তওয়ারে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড: মাচাইলে যাত্রার পথে মেঘভাঙা বৃষ্টিতে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু, বহু নিখোঁজ

কিশ্তওয়ার, ১৬ আগস্ট : জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার চিশোটি গ্রামে বৃহস্পতিবার দুপুরে আচমকা মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্টি হয় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড। এই দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন ১০০-রও বেশি মানুষ, যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে মাচাইল মাতা যাত্রাপথে হাজার হাজার তীর্থযাত্রী ভিড় করেছিলেন। অনেকেই ঠিক তখনই গাড়ি থেকে নামছিলেন কিংবা লঙ্গরের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক প্রবল বজ্রধ্বনি ও ধুলোর ঝড় দেখা দেয়, আর তারপরই নেমে আসে ধস, কাদা, পাথর ও গাছপালা।

৩৫ বছর বয়সী প্রদীপ সিং, যিনি স্থানীয় একটি ধাবায় বসে ছিলেন, জানান, “চোখের সামনে সবকিছু কয়েক মিনিটের মধ্যেই গায়েব হয়ে যায়। আগে যেখানে শত শত তীর্থযাত্রী ছিলেন, এখন শুধুই কাদা, পাথর আর ভাঙা গাড়ির চিহ্ন।”

এই ফ্ল্যাশ ফ্লাডে একটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ক্যাম্পও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ইতিমধ্যে দু’জন নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক তীর্থযাত্রী গাড়ি পার্ক করে স্থানীয় ট্রান্সপোর্টে চিশোটি পর্যন্ত যাত্রা করেছিলেন। ফলে, দুর্ঘটনার সময় তাদের দ্রুত নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়নি। এছাড়াও, দীর্ঘ ছুটির কারণে (১৫-১৭ আগস্ট) তীর্থযাত্রীদের সংখ্যা অনুমানের তুলনায় প্রায় তিনগুণ বেড়ে যায়।

যাত্রার জন্য নির্ধারিত ৮,০০০ জন সীমার বিপরীতে শুধু ৫ জন অনলাইন নিবন্ধন করেছিলেন ১৫ আগস্ট পর্যন্ত, যদিও এলাকায় প্রায় ১৫,০০০-২০,০০০ তীর্থযাত্রী উপস্থিত ছিলেন সেই দিন।

রেসকিউ অভিযান চলছে তৃতীয় দিনে। সেনা, এনডিআরএফ, পুলিশ ও সিভিল প্রশাসনের যৌথ তৎপরতায় এখন পর্যন্ত ১৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বহু মানুষকে উদ্ধারে চলছে ড্রোন ও বিশেষ যন্ত্রের সাহায্যে তল্লাশি।

ভয়াবহ এই দুর্যোগে একটি মন্দির অক্ষত থাকলেও, বহু ঘরবাড়ি, দোকানপাট এবং গাড়ি সম্পূর্ণ ভেসে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—মানুষ হঠাৎ আসা জলের তোড় থেকে জীবন ও মালপত্র বাঁচাতে দৌঁড়ে পালাচ্ছে।

ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন ও পূর্ণ সহায়তার আশ্বাস দেন।