খোয়াই-আগরতলা সড়কে দুর্ঘটনায় অল্পেতে রক্ষা, প্রাণে বাঁচলেন বাসযাত্রীরা

আগরতলা, ১৬ আগস্ট: সাতসকালে খোয়াই-আগরতলা সড়কের বেলফাং এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীবাহী একটি কুইজার গাড়ির যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৯টা নাগাদ আগরতলা থেকে খোয়াই যাওয়ার পথে বেলফাং নাকা পয়েন্টের সামনে হঠাৎ করেই একটি বাইক উল্টো দিক থেকে এসে যাত্রীবাহী কুইজার গাড়িটির সামনে চলে আসে। দুর্ঘটনা এড়াতে গাড়িচালক দ্রুত ব্রেক কষলেও, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে পড়ে যায়।

তবে সৌভাগ্যবশত, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে থাকা যাত্রীরা অল্প বিস্তর আহত হলেও সবাই প্রাণে রক্ষা পান। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রং সাইডে বাইক চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষী বাইক আরোহীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।