স্বাধীনতা দিবসের রাতে ধর্মনগরে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৬ আগস্ট : স্বাধীনতা দিবসের রাতে ধর্মনগরে দুঃসাহসিক চুরি। ফের এক বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্বাধীনতা দিবসের রাতে ধর্মনগরে চুরির ঘটনা সামনে আসতেই জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গেছে ধর্মনগর থানাধীন দেওয়ান পাশা গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কাজল গোস্বামী বাড়িতে গতকাল রাতে নিশি কুটুমবরা হানা দিয়ে দুই ভড়ি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। সেই সময় পরিবারের লোকেরা অন্যত্র ছিলেন। গতকালই দের রাতে বাড়িতে ফিরে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। এরপর খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।