নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১৩ আগস্ট: হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, আগস্ট মাস আমাদের স্বাধীনতার মাস।
এই গৌরবময় মাসে, “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আমি নিজ গৃহে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছি।

তিনি আরও বলেন, দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও গৌরবের সোনালি অধ্যায়কে চিরন্তন রাখতে— আসুন আমরা সকলে নিজ গৃহে পতাকা উত্তোলন করি। আর হৃদয়ে ধারণ করি আমাদের তেরঙার মর্যাদা ও মহিমা।