একাধিক প্রতারণার অভিযোগে অবশেষে জনতার হাতে আটক মহম্মদ নুর আহমেদ

আগরতলা, ১২ আগস্ট : একাধিক প্রতারণার অভিযোগে অবশেষে জনতার হাতে আটক হয়েছে মহম্মদ নুর আহমেদ। পরবর্তী সময়ে প্রেমতলা বাজার থেকে তাকে চুরাইবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, বহুদিন ধরে ধর্মনগর মহকুমার বিভিন্ন জায়গায় গিয়ে অটো কিংবা গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছে টাকা এনে দিচ্ছি বলে পালিয়ে যেতো। অনেকের কাছ থেকে উল্টো দুই হাজার, পাঁচ হাজার টাকা করে চেয়ে নিতো দোকান থেকে এনে দিচ্ছি বলে। আবার কাউকে বলতো অনলাইনে ভাড়া সমেত টাকা দিয়ে দেবে, আগে তাকে কিছু টাকা দিতে হবে। এভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছিল সে। আবার কেউ ফোন করে টাকা চাইলে বা তার সন্ধান জানতে চাইলে উল্টো ধমক দিতো বলেও অভিযোগ।