আগরতলা, ১১ আগস্ট: জ্যাকসন গেইটস্থিত একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে তৃতীয় বছরে পা দিয়েছে গনেশ পূজা। আজ ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে গনেশ পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয়।
রাজ্যে গত বেশ কয়েকবছর ধরেই ঘটা করে গনেশ পুজোর আয়োজন করা হচ্ছে। বেশ কিছু বড় বাজেটের পুজোরও আয়োজন হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাজধানীর জ্যাকসনগেটস্থিত একদন্ত সামাজিক সংস্থার গণেশ পূজা। সোমবার তাদের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে। খুঁটি পূজাকে কেন্দ্র করে সংস্থার সদস্য সদস্যা সহ এলাকার জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
ক্লাবের সদস্যরা জানিয়েছেন, আগামী ২৭-২৮-২৯ আগস্ট তিনদিনব্যাপী রাজ্যবাসিকে এক শ্রেষ্ঠ গনেশ পূজা উপহার দেওয়া হবে। থাকবে বিভিন্ন সামাজিক কর্মসূচী। অন্যান্য বছরের ন্যায় এবছরেও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবমিলিয়ে পূজা মন্ডপে জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

