ওয়াশিংটন, ৫ আগস্ট : ফের ভারতকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের উপর আরোপিত শুল্ক ‘আরো বেশি হারে’ বাড়াতে পারেন। রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণেই ভারতের উপর শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দেন তিনি।
সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় দাবি করেন, বিশ্বে মার্কিন পণ্যের উপর সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ ভারত। তিনি বলেন, ভারত আমাদের সাথে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে ততটা পারি না। আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিলাম। কিন্তু আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটা অনেক বেশি বাড়াতে চলেছি। সাথে তিনি যোগ করেন, ওরা রাশিয়ান তেল কিনছে এবং যুদ্ধযন্ত্রে জ্বালানি জোগাচ্ছে। আর যদি ওরা এটা চালিয়ে যায়, তাহলে আমি মোটেও খুশি থাকব না।
এদিকে মঙ্গলবার সকালে রাশিয়া ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, রুশ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এমন হুমকি মস্কোর প্রতি হুমকি হিসেবে বিবেচিত হবে। ট্রাম্পের এই হুমকির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বিবৃতিতে জানায়, এই ধরনের হুমকি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের আমদানি নীতির উদ্দেশ্য হলো ভারতীয় ভোক্তাদের জন্য স্থিতিশীল ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এটি একটি বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্যতামূলক ব্যবস্থা। পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দিকে ইঙ্গিত করে বলেছে, যারা আজ আমাদের সমালোচনা করছে, তারাই নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে তাদের ক্ষেত্রে এই বাণিজ্য কোনো জাতীয় প্রয়োজনে হচ্ছে না।
উল্লেখ্য, ১ আগস্টের সময়সীমার আগে ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এর কারণ হিসেবে তিনি ভারতের মার্কিন পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্রিকস অংশগ্রহণকে দায়ী করেছিলেন।

