রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে শর্ট সার্কিট, অল্পের জন্য রক্ষা পেল লাইব্রেরি

আগরতলা, ৫ আগস্ট : আজ দুপুরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক তার জ্বলার গন্ধে মুহূর্তেই চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে কৈলাসহরের দমকল বাহিনীর কর্মীরা এবং কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে।

এব্যাপারে কলেজের লাইব্রেরিয়ান ইন্দানী সাহা জানান, মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ হঠাৎ করে কলেজের লাইব্রেরির ভিতর বৈদ্যুতিক বোর্ডে শট সার্কিট হয়ে আগুন জ্বলে উঠে। আগুন লাগার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল সাথে সাথেই লাইব্রেরিতে প্রবেশ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন এবং আগুন অনেকটাই নিভে যায়। পরবর্তী সময়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে কলেজ স্টাফরা। আগুন লাগার খবর পেয়ে কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনীও কলেজে আসে বলে লাইব্রেরিয়ান ইন্দানি সাহা জানান।

তবে, যেভাবে কলেজের লাইব্রেরিতে আগুন লেগেছিলো সেইসময় যদি কলেজ বন্ধ থাকতো তাহলে বড় ধরনের অগ্নি সংযোগ হয়ে যেতো। কেননা, লাইব্রেরিতে প্রায় এক লক্ষের বেশী বই ছিলো এবং লাইব্রেরির পাশে বড় বড় বিল্ডিং ঘর ছিলো। তাছাড়া কলেজের পাশেই বাড়ি ঘর সহ প্রচুর ঘনবসতি ছিলো। অগ্নি সংযোগ হলে কলেজ সহ পুরো এলাকা নিমিষেই জ্বলছে যেত বলে এলাকাবাসীর অভিমত।