ভিলেজ কমিটির নির্বাচনের নিয়ে দ্বিচারিতা করছে প্রদ্যোত: বিরোধী দলনেতা

আগরতলা, ৫ আগস্ট:
ভিলেজ কমিটি নির্বাচন সঠিক সময় না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন। বিজেপির সঙ্গে এক ঘরে থেকে, এক থালে ভাত খেয়ে, এক বিছানায় শুয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন তিনি। আজ প্রদ্যোতের বক্তব্যকে ঘিরে এমনভাবেই তাঁকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর কথায়, ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দ্বিচারিতা করছে প্রদ্যোৎ। সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি।

বিরোধী দলনেতা আরো বলেন, দিল্লিতে গিয়ে কোন দল কি করলো তার মাধ্যমে কোন রাজনৈতিক দলের শক্তি বিচার হয় না। রাজনৈতিক দলগুলোর শক্তি বিচার হয় সাধারণ মানুষের সঙ্গে, ময়দানে তারা কতটুকু রয়েছেন। প্রদ্যোত কিশোর দেববর্মন বলছেন, ভিলেজ কমিটির নির্বাচন যথাসময়ে না হলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হবেন তিনি। এদিকে বিজেপির সঙ্গ ছাড়তে পারছেন না তিনি, বিজেপির সঙ্গে একসাথে ঘর করে এ ধরনের মন্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

বিরোধী দলনেতা আরো বলেন, বিজেপি একটি সম্প্রদায়িক দল। বাংলা ভাষার বিরুদ্ধে দেশব্যাপী চরম অবমাননা করছে বিজেপি। সেই দলকে সমর্থন করছে রাজ্যের তিপ্রা মথা। তারা রাজ্যবাসীর কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচনের আগে বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় সংশোধনের নামে এই কাজ করা হচ্ছে। কারণ বিজেপি মাটি পরীক্ষা করেছে, তাই মানুষের সমর্থন হারিয়ে ভোটে জেতার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। রাজ্যেও তিপ্রা মথাকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

তাঁর কথায়, অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তর। অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি। কাঁটাতারের বেড়া, বিএসএফ ব্যাটেলিয়ান থাকার পরেও কীভাবে অনুপ্রবেশ ঘটছে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। প্রশাসনিক ব্যর্থতা ও নজরদারির অভাবেই এই অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সরকার, দাবি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর।

——–+