উপজাতি অধ্যুষিত অঞ্চলে জনসংযোগ ও প্রচার অভিযান মন্ত্রী বিকাশ

আগরতলা, ৫ আগস্ট: আগামী ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে রাজধানী আগরতলায় বিজেপি প্রদেশ জনজাতি মোর্চার উদ্যোগে এক ঐতিহাসিক জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এই মহাসমাবেশকে সর্বাঙ্গীন সফল করতে রাজ্যের বিভিন্ন উপজাতি অধ্যুষিত অঞ্চলে চলছে জনসংযোগ ও প্রচার অভিযান। তারই অংশ হিসেবে ২৯ কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত মুঙ্গিয়াকামি শক্তি কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ বাজার সভার আয়োজন করা হয় মঙ্গলবার।

এই দিনটির সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সভায় তিনি বলেন, উপজাতি সমাজের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান বিজেপি সরকার যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছে। তা বিগত ৩৫ বছরের প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন।

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহার নেতৃত্বে রাজ্যের প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলিতেও সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “যে সমস্ত উপজাতি পরিবার এতদিন শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, কর্মসংস্থান সহ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন, আজ তাঁদের জীবনে পরিবর্তনের ছোঁয়া এসেছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে ৯ আগস্টের জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই প্রত্যেকটি জনজাতি অধ্যুষিত এলাকা থেকে ব্যাপক অংশগ্রহণ জরুরি।”সভায় আরও বক্তব্য রাখেন ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলমুস এবং অন্যান্য শাখার নেতৃত্বগণ।

বক্তারা তাঁদের ভাষণে বর্তমান সরকারের অধীনে উপজাতি সমাজের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির দিকগুলো তুলে ধরেন এবং জনসমাবেশে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।বাজারসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উল্লেখযোগ্য।

এতে বোঝা যায়, ৯ আগস্টের জনসভায় উপজাতি সমাজের মানুষেরা বিপুল সংখ্যায় অংশ নেবেন এবং বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে নিজেদের উৎসর্গ করবেন।এই সভার মাধ্যমে মুঙ্গিয়াকামি অঞ্চলে জনমত গঠনের একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই বাজার সভায় মুঙ্গিয়াকামি বাজার এলাকাসহ আশপাশ এলাকা জনজাতি অংশের মানুষেরা যোগদান করে।