গলায় ধারালো অস্ত্র ধরে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় আটক রাজমিস্ত্রি

আগরতলা, ৫ আগস্ট : গলায় ধারালো অস্ত্র ধরে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে উত্তম মধ্যম দিয়ে অভিযুক্তকে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, গত‌ চার মাস আগে কুমারঘাট পাবিয়াছড়া থেকে রাজ মিস্ত্রির কাজ করার জন্য উদয়পুর এসে অমরসাগর পাড়ে জাকির হোসেনের বাড়ি ভাড়া নিয়েছিল বিকাশ দাশ। পরবর্তী সময়ে আরো ও কয়েকজন এসে জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রাজ মিস্ত্রির কাজ করতেন। গত রবিবার বিকাশ দাশ হঠাৎ জাকির হোসেনের ঘড়ে প্রবেশ করে জাকির হোসেনের‌ স্ত্রীর গলায়‌ ছুরি ধরে গলার চেইন নিয়ে যাবার চেষ্টা করে। জাকির হোসেনের‌ স্ত্রী চিৎকার করলে অন্য রাজ মিস্ত্রীরা ছুটে আসে এবং ঘটনা জেনে বিকাশ‌ দাশকে আটক করার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে বিকাশ পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে বিকাশ‌ আবার কাজে জন্য‌ উদয়পুরে আসে তখন‌ তাকে আটক করে এলাকাবাসী। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।