চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, থানায় মামলা

বিলোনিয়া,৫ আগস্ট : পোষ্ট অফিসের আধিকারিকের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পরবর্তী সময়ে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিলোনীয়া থানাধীন সুকান্ত নগর এলাকার বাসিন্দা অজিত দেবনাথ ( শ্রমিক)এবং তার মা দিপালী দেবনাথ অভিযোগে জানান, কলকাতার সৌরভ নামে এক ব্যাক্তি নিজেকে পোষ্ট অফিসের আধিকারিক পরিচয় দিয়ে অজিত দেবনাথের স্ত্রী শিল্পী দেবনাথের মোবাইলে ফোন করে পোষ্ট অফিসে জিডিএসের চাকরি দেওয়ার নাম করে পাঁচ দফায় দফায় দুটি একাউন্টে ৫৬ হাজার ৪৭০ টাকা হাতিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার আবার ১৮ হাজার ৪০০ টাকা দাবি করে প্রতারক সৌরভ বাবু নতুনভাবে আরেকটি একাউন্টে দেওয়ার জন্য। সৌরভ বাবুর বাড়ি নাকি কলকাতায়।

এই প্রতারক সৌরভ বাবু আরো জানায়, বিলোনীয়া পোষ্ট অফিস থেকে তিন জন অজিত বাবুর বাড়িতে যাবে ভেরিফিকেশন করতে। আগামী ১১ তারিখ চাকরিতে যোগ দেবে শিল্পী দেবনাথ বলেও জানায় প্রতারক। প্রতারক সৌরভ চাকরি প্রত্যাশী শিল্পী দেবনাথের মোবাইল এ জয়েনিং লেটার এবং পুলিশের ক্লিয়ারেন্স ও পাঠিয়ে দিয়েছে সঙ্গে প্রতি মাসে বেতনের চার্ট দিয়েছে বলেও অভিযোগ। আজ আবার ১৮ হাজার ৪০০ টাকা দাবি করায় অজিত দেবনাথ এবং তার মা বিলোনীয়া পোষ্ট অফিসে গিয়ে জিজ্ঞাসা করতেই পোষ্ট অফিসের আধিকারিক এটা সম্পূর্ণ ভূয়ো বলে তাদের থানায় যোগাযোগ করতে বলেন।

আজ বিলোনিয়া থানায় তার বিরুদ্ধে সুবিচার চেয়ে অভিযোগ দায়ের করে এবং সাংবাদিকদের কাছে সব ঘটনার বিষয়ে জানিয়ে তাদের টাকা ফেরত সহ এই প্রতারক কে আটক করে দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানান।