আগরতলা, ৪ আগস্ট: দীর্ঘদিন হয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারছে না। তাতে এডিসি এলাকায় জনগণের সমস্যায় পড়তে হচ্ছে। তাই নায্য দাবি আদায়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন প্রদ্যোত। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে এমনটাই বললেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।
এদিন তিনি বলেন, দীর্ঘদিন হয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারছে না। তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। জোট শরিকে থেকেও যদি জনগণের কাজে না আসা জোএ শরিকে থেকেও লাভ নেই। তাই নায্য দাবি আদায়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন তিনি।

