জিটি ইনস্টিটিউট ফেস্ট ‘গ্লোরিয়াস ৭.১’-এর শুভ সূচনা আগরতলায়, মঞ্চ থেকে সমাজ সচেতনতার বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরীর

আগরতলা, ৩ আগস্ট: রবিবার আগরতলা টাউন হলে জিটি ইনস্টিটিউটের বার্ষিক ফেস্ট গ্লোরিয়াস ৭.১-এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সূচনা হল প্রযুক্তি ও সংস্কৃতির সম্মিলনের। ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, প্রযুক্তি চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে মুগ্ধ হয়ে অতিথিরা তাঁদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রযুক্তিগত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা ঘিরে ছাত্রদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ।
এদিন মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, “ভারত বিদ্বেষী একটি চক্রান্ত চলছে। যারা সীমান্ত ব্যবহার করে ত্রিপুরায় নেশা সামগ্রী পাচার করছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।”
মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে মানুষের কল্যাণে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জিটি ইনস্টিটিউটের এই ফেস্ট রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে বলে মনে করছেন অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনেরা।