আগরতলা, ২ আগস্ট : কৈলাসহরে ইরানি থানার পুলিশ নেশা সামগ্রী তল্লাশী করতে গিয়ে বহু মূল্যের তিনটি হাতির দাঁত উদ্ধার করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
এবিষয়ে, কৈলাসহর বন দপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান যে, শনিবার বিকেলে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের কাছ থেকে জানতে পারেন। ইরানি থানার অন্তর্গত ইয়াজিখাওরা গ্রাম পঞ্চায়েতের সোনামুরা গ্রামের বাসিন্দা ময়ুব আলীর বাড়িতে ইরানি থানার পুলিশ তল্লাশী করে তিনটি হাতির দাঁত পাওয়া গেছে। এই খবর শোনে তিনি ময়ুব আলীর বাড়িতে গিয়ে হাতির তিনটি দাঁত কৈলাসহর বন দপ্তরের অফিসে নিয়ে আসেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত হাতির তিনটি দাঁতের বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে অনেকেরই অভিমত। তবে, বাড়ির মালিক ময়ুব আলী বাড়িতে পুলিশ আসার আগেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় ময়ুব আলীকে গ্রেফতার করা যায় নি বলেও জানান রেঞ্জ অফিসার। উদ্ধারকৃত হাতির তিনটি দাঁত ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস।
উল্লেখ্য, ইরানি থানায় ওসি হিসেবে কাজে যোগ দিয়েই এক সপ্তাহের মধ্যে বিরাট সাফল্য পেয়েছেন বিরাজ দেববর্মা। ময়ুর আলীকে গ্রেফতার করার জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজছে।

