নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য সিধাই থানার পুলিশের

আগরতলা, ২ আগস্ট : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে সিধাই থানার পুলিশ। মোহনপুর বিধানসভার মনতলা উত্তর পাড়া এলাকা থেকে ড্রাম ভর্তি প্রায় ৮৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। কিন্তু ঘটনাস্থল থেকে বাড়ির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে থানায় খবর আসে মোহনপুর বিধানসভার মনতলা উত্তর পাড়া এলাকায় এক বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে বাড়ি থেকে ড্রাম ভর্তি প্রায় ৮৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। কিন্তু ঘটনাস্থল থেকে বাড়ির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।