আগরতলা, ২ আগস্ট : রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তি। ওই ঘটনায় সাব্রুমের কলাছড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, আজ সকালে সাব্রুম আগরতলা কলাছড়া থাইলিকতুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দেখতে পেয়ে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। সাথে সাথে থানায় খবর দিয়েছেন। পরবর্তী সময় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজনরা মৃতদেহটিকে সনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম লক্ষন দাস। তার বাড়ি কালিবাজার এসসি কলোনি এলাকায়। এই মৃতদেহ কে নিয়ে তদন্ত শুরু করেন পুলিশ। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

