ভুবনেশ্বর, ০১ আগস্ট: উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও সম্বলপুরী দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সম্বলপুরী ভাষার প্রচারক সত্যনারায়ণ বোহিদারের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়।
এক আবেগপূর্ণ ভিডিও বার্তায় উপমুখ্যমন্ত্রী জনগণকে সম্বলপুরী সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও সংরক্ষণ করার জন্য আবেদন করেন।
দেও বিখ্যাত সম্বলপুরী কবি গুরু শ্রী সত্যনারায়ণ বোহিদারের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানান এবং এই কিংবদন্তী ব্যক্তিত্বের প্রতি শতকোটি প্রণাম জানান।
তিনি তার বার্তাটি ‘জয় মা সামালেই’ বলে শেষ করেন এবং ওড়িশার জনগণের মঙ্গল কামনার জন্য শ্রদ্ধেয় দেবীর আশীর্বাদ কামনা করেন।
তিনি টুইটে লিখেছেন, “আজ #SambalpuriDay। এই উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান সম্বলপুরী কবি গুরু শ্রী সত্যনারায়ণ বোহিদারের জন্মবার্ষিকীতে তাকে শতকোটি প্রণাম। জয় মা সামালেই।”
দেও-এর এই বার্তাটি জনগণের মধ্যে সাংস্কৃতিক গর্ব এবং ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলার লক্ষ্যে দেওয়া হয়েছে, যা তাদের এই অঞ্চলের অনন্য ঐতিহ্য এবং রীতিনীতি সংরক্ষণে একসাথে কাজ করতে উৎসাহিত করবে।

