পিটসবার্গ, ৩১ মে : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় শিল্পকে রক্ষা করতে স্টিলের উপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। পেনসিলভানিয়ার পিটসবার্গে স্টিল কারখানার শ্রমিকদের সঙ্গে এক আলোচনায় এই ঘোষণা দেন তিনি।
ট্রাম্প আরও বলেন, অ্যালুমিনিয়ামের ওপর শুল্কও দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। উভয় শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আগামী বুধবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
তিনি জানান, জাপানি সংস্থা নিপ্পন থেকে ৯.২ বিলিয়ন ডলারের বিনিয়োগ যুক্তরাষ্ট্রের স্টিল শিল্পকে পুনরুজ্জীবিত করবে এবং প্রায় এক লাখ চাকরি রক্ষা করবে। এই বিনিয়োগের মধ্যে মন ভ্যালি অঞ্চলে ২.২ বিলিয়ন ডলার এবং দেশের বিভিন্ন অংশে আরও ৭ বিলিয়ন ডলার ব্যয় করা হবে স্টিল উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করার জন্য।
এই ঘোষণাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রে আত্মনির্ভরতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

