প্রয়াগরাজ, ৩১ মে: দেশের যে কোনো সংকটকালে ভারত একতাবদ্ধ ও শক্তিশালী থেকেছে এবং এর জন্য সংবিধানকেই কৃতিত্ব দেওয়া উচিত — এমনটাই মত প্রকাশ করলেন ভারতের প্রধান বিচারপতি (CJI) বি আর গাভাই।
তিনি শনিবার এলাহাবাদ হাই কোর্টে নতুন অ্যাডভোকেট চেম্বার ও একটি মাল্টি-লেভেল পার্কিং-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
সেই অনুষ্ঠানে তিনি বলেন, “যখন সংবিধান রচিত হচ্ছিল এবং তার চূড়ান্ত খসড়া গণপরিষদের সামনে উপস্থাপন করা হয়েছিল, তখন কেউ কেউ বলতেন এটি অতিরিক্ত ফেডারেল, আবার কেউ বলতেন এটি অতিরিক্ত ইউনিটারি।”
প্রধান বিচারপতি বলেন, “বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এর জবাবে বলেছিলেন, এই সংবিধান সম্পূর্ণরূপে না ফেডারেল, না ইউনিটারি। তবে তিনি এটাও বলেছিলেন যে আমরা এমন একটি সংবিধান তৈরি করেছি যা শান্তি ও যুদ্ধ— দুই সময়েই ভারতকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখবে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে সংবিধানের দিকনির্দেশনার কারণে।
“আজ আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থা দেখি। আর ভারত স্বাধীনতার পর থেকে উন্নয়নের যাত্রায় রয়েছে। দেশের ওপর যতবারই সংকট এসেছে, ভারত সবসময় ঐক্যবদ্ধ ও দৃঢ় থেকেছে। এর জন্য আমাদের সংবিধানকেই কৃতিত্ব দেওয়া উচিত,” মন্তব্য করেন বিচারপতি গাভাই।
তিনি দেশের প্রতিটি নাগরিকের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।
“সেই নাগরিক, যিনি এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত — তাঁর কাছে পৌঁছনো আমাদের মৌলিক কর্তব্য। সেটা আইনসভা হোক, নির্বাহী হোক বা বিচার বিভাগ — সকলেরই দায়িত্ব সেই নাগরিকের কাছে পৌঁছানো,” বলেন ভারতের প্রধান বিচারপতি।

