জয়পুর, ৩১ মে : আমাদের যে চোখ রাঙাবে, তার জবাব তার বাড়ির দরজায় পৌঁছে যাবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নড্ডা শনিবার জয়পুর সফরে গিয়ে এভাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের প্রতিরক্ষা নীতিকে শক্তিশালী করার প্রশংসা করে নড্ডা বলেন, “আমাদের ‘অপারেশন সিঁদুর’ ও সার্জিকাল স্ট্রাইক দেখিয়ে দিয়েছে, কেউ চোখ তুলে তাকালে আমরা তার ঘরে ঢুকে জবাব দিই। পাকিস্তান চার দিনের মধ্যে আত্মসমর্পণ করেছিল।”
তিনি জানান, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ভারতীয় সেনার সুনির্দিষ্ট হামলায় ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। এ সবই মোদির সাহসী নেতৃত্বের ফল বলে দাবি করেন তিনি। নড্ডা বলেন, ‘অপারেশন সিঁদুর’ এখনো চলছে এবং তা লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিন জয়পুরে এসে প্রথমে মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে যান নড্ডা। সেখানে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন এবং ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টার-এ উপস্থিত থেকে একাধিক সরকারি ও বিজেপির কর্মসূচিতে অংশ নেন। নড্ডা রাজস্থান পুলিশের ১৫০টি কালিকা ইউনিটকে পতাকা দেখিয়ে রওনা করান এবং ‘লাডো ইনসেনটিভ স্কিম’-র অধীনে ৩২,৭৫৫ জন ছাত্রীর হাতে আর্থিক সহায়তা হস্তান্তর কর্মসূচিও তদারকি করেন।
এদিন তিনি আহিল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সরকার ও বিজেপির যৌথ উদ্যোগে একাধিক কর্মসূচি পালিত হয়েছে। এই সফরে নড্ডার সঙ্গে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী, রাজ্য বিজেপি সভাপতি মদন রাঠোর, স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং, মুখ্য সচিব এস. পন্ত, ডিজিপি ইউ.আর. সাহু ও অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও বিজেপি নেতৃবৃন্দ।

