টানা বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি, উত্তর সিকিমে যাতায়াতে কড়াকড়ি

গ্যাংটক, ৩১ মে: টানা রাতভর প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর জলস্তর স্বাভাবিকের থেকে ২.৫ মিটার বেড়ে যাওয়ায় উত্তর সিকিমে আতঙ্ক ছড়িয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে উত্তর সিকিমগামী সবধরনের পর্যটন অনুমতিপত্র শনিবারের (৩১ মে, ২০২৫) জন্য বাতিল করা হয়েছে।

বিশেষ করে চুংথাং-এর দিকে যাওয়া মূল সড়কটি একাধিক স্থানে ধস ও জলের চাপে অবরুদ্ধ হয়ে পড়েছে, ফলে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

জেলা প্রশাসনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তাজনিত কারণে এবং চলাচলের অযোগ্যতার প্রেক্ষিতে ৩১ মে’র সব অনুমতিপত্র বাতিল করা হয়েছে।”

প্রশাসনের তরফ থেকে উদ্ধার ও ত্রাণ কাজ জোরকদমে চালানো হচ্ছে। নিখোঁজদের সন্ধানে বিশেষ দল মোতায়েন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহযোগিতা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকতে এবং জরুরি পরিষেবার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তিস্তার জলপ্রবাহ ও রাস্তার পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে উত্তর সিকিমে পর্যটন ও যাতায়াত ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।