লাংটলাই, ৩১ মে : দক্ষিণ মিজোরামের লাংটলাই শহরে শুক্রবার (৩০ মে) রাত ১০টা ৩০ মিনিটের দিকে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ফলে পাঁচটি বাড়ি ও একটি হোটেল ধসে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি লাংটলাই শহরের সীমান্তবর্তী বাজার ভেং এবং চাঁদমারি এলাকায় ঘটেছে। ধসে পড়া হোটেলটিতে মিয়ানমারের কয়েকজন নাগরিক অবস্থান করছিলেন বলে জানা গেছে এবং ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।
উদ্ধারকাজে নিযুক্ত রয়েছেন রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, ৩য় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের জওয়ান এবং লাংটলাই জেলার সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং লাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে টানা বৃষ্টিপাতে মিজোরামের বিভিন্ন স্থানে ধস এবং পাথর গড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার রাত থেকে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে প্রবল বর্ষণ শুরু হয়েছে, যার ফলে ভূমিধসের মতো বিপর্যয় ঘটছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

