সেপ্পা, ৩১ মে : অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে আবার প্রাণহানির ঘটনা ঘটল। গতরাতে পূর্ব কামেং জেলার বানা-সেপ্পা রোডে এক ভয়াবহ দুর্ঘটনায় দুই পরিবারসহ সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু ও এক গর্ভবতী নারী।
দুর্ঘটনাটি ঘটে বিপজ্জনক হিসাবে পরিচিত জাতীয় সড়ক ১৩–এর বানা-সেপ্পা রুটে, যা বর্ষাকালে প্রায়শই ভূমিধসপ্রবণ হয়ে ওঠে। একটি মারুতি ফ্রঙ্ক্স গাড়ি ভূমিধসের ধাক্কায় খাদে পড়ে যায়। গাড়িতে থাকা সাতজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
মৃতদের মধ্যে রয়েছেন সঙ্কর আকা (জনপ্রিয়ভাবে পরিচিত সঞ্জু বাদি), তাঁর স্ত্রী তাসুম বাদি, তাঁদের দুই সন্তান—কাছুং (৫) এবং নীচা (২)। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিচি ইয়ামের স্ত্রী ও তাঁর দুই সন্তান, যাঁরা স্থানীয় সূত্রে সনাক্ত করা হয়েছে।
অল্পের জন্য রক্ষা পায় একটি টাটা সুমো গাড়ি, যা ঠিক একই পথে যাত্রা করছিল। চালক সময়মতো গাড়ি থামাতে পারায় বড় বিপদ এড়ানো যায়। যদিও যাত্রীদের মধ্যে প্রবল মানসিক ধাক্কা লেগেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অবস্থার মধ্যেও উদ্ধার কাজ চলছে। প্রবল বৃষ্টি, পিচ্ছিল পথ এবং ধ্বংসস্তূপ সরাতে গিয়ে উদ্ধারকারীদের কাজ ব্যাহত হচ্ছে।
ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেপ্পা পশ্চিমের বিধায়ক মামা নাটুং। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত শোকাহত। মৃতদের পরিবারকে আমার গভীর সমবেদনা। তাঁদের আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি শান্তি।”
তিনি পাশাপাশি রাজ্যের বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ায় বিশেষ করে ভূমিধসপ্রবণ এলাকায় যাত্রা না করার আহ্বান জানিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনার পর, এলাকাবাসীদের মধ্যে আবারও ক্ষোভ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন—প্রয়োজন পর্যাপ্ত অবকাঠামো উন্নয়নের, উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা, ঢাল শক্তিশালীকরণ, পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা এবং নিরাপদ সড়ক পরিকল্পনার। এই দুর্ঘটনা সেই দাবিগুলিকেই আরও জোরালো করেছে।

