‘ল্যান্ড ফর জব’ কেলেঙ্কারি মামলায় ট্রায়াল স্থগিতের আর্জি খারিজ করল দিল্লি হাই কোর্ট, লালু প্রসাদ যাদবকে ট্রায়াল কোর্টেই রাখার নির্দেশ

নয়াদিল্লি, ৩১ মে : ‘ল্যান্ড ফর জব’ দুর্নীতি মামলায় সিবিআই-এর চার্জশিটভুক্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ট্রায়াল কোর্টে চলমান মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন দিল্লি হাই কোর্ট শনিবার খারিজ করে দিয়েছে।
আবেদনে যাদব চেয়েছিলেন যে, ট্রায়াল কোর্টের কার্যক্রমে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হোক। কিন্তু দিল্লি হাই কোর্ট জানিয়ে দেয়, মামলাটি ইতিমধ্যেই বিশেষ বিচারকের সামনে চার্জ গঠনের শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে, এবং এই পর্যায়ে হস্তক্ষেপ করার মতো কোনও প্রয়োজনীয়তা দেখা যায়নি।
আদেশে আদালত জানায়, “আবেদনকারী চার্জ বিবেচনার সময় ট্রায়াল কোর্টে সমস্ত যুক্তি তুলে ধরার সুযোগ পাবেন। এটি আবেদনকারীর জন্য একটি অতিরিক্ত সুযোগ হবে নিজের বক্তব্য উপস্থাপন করে তা বিচারাধীন করানোর।”
দিল্লি হাই কোর্ট স্পষ্ট করে জানিয়েছে, মামলার কার্যক্রমে হস্তক্ষেপের মতো কোনও ‘জরুরি কারণ’ নেই, তাই ট্রায়াল কোর্টে চলমান প্রক্রিয়া স্থগিত করার কোনও প্রশ্নই ওঠে না।
এই রায়ের ফলে লালু প্রসাদ যাদবকে এখন সিবিআই-এর বিশেষ আদালতে নিজের পক্ষে সওয়াল করতে হবে এবং মামলার পরবর্তী ধাপে সম্মুখীন হতে হবে।