গ্যাংটক, ৩০ মে: সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শুক্রবার মিন্টোকগ্যাং-এ তাঁর সরকারি বাসভবন থেকে ‘সিকিম আরবান গরিব আবাস যোজনা’ ও ‘সিকিম গরিব আবাস যোজনা’র উপভোক্তাদের হাতে বাসস্থান বরাদ্দপত্র তুলে দেন।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের জন্য সন্মানজনক বাসস্থান নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, এই উদ্যোগ রাজ্যের প্রতিটি পরিবারের জন্য মৌলিক সুযোগ-সুবিধা প্রদানে সরকারের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
মুখ্যমন্ত্রী উপভোক্তাদের মুখে হাসি দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

