আগরতলা, ৩০ মে: টানা বৃষ্টিপাতে হাওড়া নদীর জলস্তর বেড়েই চলছে। ফলে, আগরতলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বলদাখালের পাল পাড়া সহ নিম্ম অঞ্চল গুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, দুদিন ধরে নিম্নচাপ বাড়াচ্ছে দাপট। এর ফলে থামছে না বৃষ্টি। হাওড়া নদীর জলস্তর ফুলেফেঁপে রুদ্র রূপ ধারণ করছে। বটতলা হাওড়া বাজারের কিছু দোকান নদী ভাঙ্গনের ফলে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। আজ যদি আরও বৃষ্টি হয় তাহলে হাওড়ার জল আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে জল এখনো বিপদ সীমার নিচে দিয়েই বইছে। এদিকে, টানা বর্ষণের ফলে বলদাখালের পাল পাড়া এলাকা প্লাবিত।

