কৈলাসহরের পৌর পরিষদের প্রায় ৬০টি বাড়ি জলমগ্ন, জল নিষ্কাশনের অভাবেই দুর্ভোগ, দাবি স্থানীয়দের

কৈলাসহর, ৩০ মে : কৈলাসহরের পৌর পরিষদের অন্তর্গত ৪ নং ওয়ার্ড এলাকার বৌলাবাসায় প্রায় ৬০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। প্রশাসনের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

গত কিছুদিন আগে কৈলাসহরের পৌর পরিষদ অন্তর্গত ৪ নং ওয়ার্ড এলাকায় অর্থাৎ বৌলাবাসা এলাকার একটি অংশের প্রায় ৬০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। আবার গতকাল রাত্রে ভারী বৃষ্টির ফলে ঐ এলাকার বাড়িঘর গুলি জলমগ্ন হয়ে পড়ে। জনগণ বাধ্য হয়ে পৌর পরিষদে এসে ডেপুটিশন দেন।

তৎক্ষণাৎ কৈলাশহর এর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ মহকুমাশাসক প্রদীপ সরকার এর নেতৃত্বে পৌর পরিষদের সুপারভাইজার, পৌর পরিষদের এক্সিকিউটিভ, লিগাল সেলের আধিকারি, পি. ডাব্লিউ.ডি. এর ইঞ্জিনিয়ার সহ আরো অনেকেইৎঐ এলাকা পরিদর্শনে যান। জল নিষ্কাশনের ব্যবস্থা ২-৩ দিনের মধ্যে করে দেবেন বলে আশ্বাস দেওয়া হয়। এরপর বৃষ্টি কমলে বড় করে ড্রেনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।