আগরতলা, ২৯ মে : ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। এমনটাই অভিযোগ তুলে আবারো শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন দেখিয়েছেন পরীক্ষার্থীরা। তাঁরা টিআরবিটির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু তিনি এই বিষয় নিয়ে আর দেখা করতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন।
বিক্ষোভরত পরীক্ষার্থীদের অভিযোগ, এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, আবার অনেক প্রশ্নেই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। পাশাপাশি, প্রশ্নপত্র ও আনসার কি-তে মিল না থাকার অভিযোগও তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। প্রশ্নপত্রে এবং টিআরবিটি প্রদত্ত উত্তরে যেসব ভুল হয়েছে, তা নিয়ে টেট-ওয়ান এবং টেট-টু এর বিষয় শিক্ষকদের সাথে সাক্ষাতের দাবি জানায় প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ভুল না ঘটে, তার জন্য টিআরবিটি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই দাবি তোলেন তারা।
টিআরবিটির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু তিনি এই বিষয় নিয়ে আর দেখা করতে রাজি নন বলে পরীক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

