আগরতলা, ২৯ মে : বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজ এমনটাই অভিযোগ তুলে জিবি হাসপাতালে সামনে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। পরবর্তী সময়ে একাধিক দাবিতে হাসপাতালের সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সংগঠনের নেতৃত্বরা।
এদিন সিপিএম সদর জেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী বলেহ, বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে নিয়ে পৌঁচ্ছেছে। বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা শেষের পথে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এমনকি, জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। প্রতিনিয়ত চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হচ্ছে। তাঁর দাবি, বামফ্রন্ট সরকারের আমলে জনগণ স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন। কিন্তু বিজেপি সরকারের আমলে জনগণ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাঁর আরও অভিযোগ, বর্তমানে হাসপাতালে গিয়ে রোগী আক্রান্ত হচ্ছে। কিছু দিন আগে রোগীর গায়ে সিলিং ফ্যান ভেঙে পড়েছে। এমনকি, পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে স্বাস্থ্য কর্মীর সংখ্যা অনেক কম। বর্তমানে বেসরকারি সংস্হা দিয়ে হাসপাতালগুলো চলছে। কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজম চিকিৎসক হয়েও সমস্যাগুলো সমাধান করছেন না।

