আগরতলা, ২৯ মে : রাজ্য প্রশাসনে আইএএস, আইএফএস এবং টিসিএস পর্যায়ে আটজন অফিসারের দায়িত্বে রদবদল করা হয়েছে। আজ সাধারন প্রশাসনের উপসচিব পি দেবনাথ এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন।
রাজ্য সরকারের সাধারন প্রশাসনের উপসচিব পি দেবনাথ এক বিজ্ঞপ্তিতে জানান, আগরতলা পুর নিগমের কমিশনার হিসেবে বদলি হয়েছেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। তাছাড়া, পুর নিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব থেকে ডাঃ বিশাল কুমারকে অব্যবতি দেওয়া হয়েছে।
তেমনি, ঊনকোটি জেলার জেলা শাসক হিসেবে বদলি হয়েছেন তমাল মজুমদার। এছাড়া উপজাতি কল্যাণ দপ্তরের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কে শশী কুমারকে। পাশাপাশি, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মুখ্যসচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

