নয়াদিল্লি, ২৮ মে: অর্থ বিষয়ক মন্ত্রিসভার কমিটি চৌদ্দটি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ এক প্রেস ব্রিফিংয়ে জানান, ২০২৫-২৬ বিপণন মরসুমের জন্য এই এমএসপি বৃদ্ধি করা হয়েছে, যাতে কৃষকদের তাদের ফসলের জন্য লাভজনক মূল্য নিশ্চিত করা যায়।
গত বছরের তুলনায় রামতিল ফসলের এমএসপি সর্বাধিক বৃদ্ধি পেয়েছে — প্রতি কুইন্টালে ৮২০ টাকা। এছাড়াও রাগি-র জন্য ৫৯৬ টাকা, কাপাস-এর জন্য ৫৮৯ টাকা, এবং তিল-এর জন্য ৫৭৯ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিসভা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ রাজ্যে রেল বিভাগের দুটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে যাত্রী সুবিধা বাড়বে, লজিস্টিক খরচ এবং তেলের আমদানি হ্রাস পাবে। প্রকল্পগুলির মোট আনুমানিক ব্যয় ৩,৩৯৯ কোটি টাকা, এবং এগুলি ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
অর্থ মন্ত্রকের কমিটি ডিজাইন-বিল্ড-ফাইন্যান্স-অপারেট-ট্রান্সফার মডেলে আন্ধ্রপ্রদেশে জাতীয় সড়ক ৬৭-এর ১০৮ কিমি দীর্ঘ চার-লেনের বদওয়েল–নেল্লোর করিডর নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ৩,৬৫৩ কোটি টাকার বেশি।
২০২৫-২৬ অর্থবছরের জন্য সংশোধিত সুদ ছাড় প্রকল্পের আওতায় কৃষকদের জন্য স্বল্পমেয়াদি ঋণের সুদে ছাড় অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কৃষক ক্রেডিট কার্ড -এর মাধ্যমে এই ঋণ সরবরাহ করা হবে যাতে কৃষকরা সহজে কম সুদে ঋণ পেতে পারেন।

