তিল ক্ষেত কেটে লণ্ডভণ্ড করল দুই ভাতিজা, টাকার লেনদেনকে কেন্দ্র করে উত্তেজনা মেলাঘরে

 মেলাঘর, ২৮ মে : টাকার লেনদেনকে কেন্দ্র করে জমি ও সম্পত্তির বিরোধের জেরে মেলাঘর চরের ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। অভিযোগ, এক কাকা–ভাতিজার বিবাদে কাকার তিল ক্ষেত কেটে লণ্ডভণ্ড করে দিয়েছে দুই ভাতিজা।ঘটনার বিবরণ অনুযায়ী, মেলাঘর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন সাহার কাছ থেকে তার দুই ভাতিজা—সুকান্ত সাহা ও সুমন সাহা প্রায় ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘদিন সেই টাকা ফেরত না দেওয়ায় বাধ্য হয়ে দুই ভাতিজা নিজেদের নামে থাকা মেলাঘর চর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন প্রায় ১৫ গুন্ডা জমি সাধন সাহার নামে লিখে দেন।জমি পেয়ে সাধন সাহা সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ শুরু করেন। দেড় মাস আগে তিনি তিল চাষ শুরু করেন, এবং অল্প কয়েকদিনের মধ্যেই সেই তিল ফসল ঘরে তোলার কথা ছিল। কিন্তু তার আগেই গতকাল রাতে দুই ভাতিজা পরিকল্পিতভাবে সেই জমিতে ঢুকে সমস্ত তিলগাছ কেটে তছনছ করে দেয় বলে অভিযোগ।সাধন সাহার দাবি, ভাতিজারা বারবার জমি ফেরতের জন্য চাপ সৃষ্টি করছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধার করা টাকা ফেরত না দিলে জমি ফেরত দেওয়া হবে না। এর প্রতিক্রিয়া স্বরূপই তারা এই নৃশংস কর্মকাণ্ড চালায় বলে অভিযোগ উঠেছে।ঘটনায় প্রায় এক লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাধন সাহা। তিনি জানান, পুরো ঘটনার লিখিত অভিযোগ মেলাঘর থানায় দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জমিজমা ও পারিবারিক টানাপোড়েনের এমন পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।