আগরতলা, ২৮ মে : শ্রীলংকা বস্তি এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৬ মে শ্রীলংকা বস্তি এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ বছরের এক শিশুর। ওই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আজ বাইক দুর্ঘটনায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য্য বলেন, বাইক দূর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ওই মর্মান্তিক ঘটনার স্থানীয় মানুষ শোকাহত হয়েছেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই আজকের এই পরিদর্শন। ওই ঘটনার সাথে অভিযুক্তপর আইন অনুযায়ী সাজা হবে,বলে আশ্বাস দিয়েছেন তিনি।

