উন্নয়নের পথে থমকে গেল জীবিকা, ক্ষোভে উত্তাল ব্যবসায়ীরা

আগরতলা, ২৮ মে : কৈলাসহর শহরের মনু নদী সংলগ্ন ফরেস্ট অফিস থেকে মনু ব্রিজ পর্যন্ত নদীবাঁধ উন্নয়ন প্রকল্প একদিকে যেমন বর্ষাকালে শহরকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে উদ্যোগী, তেমনি অন্যদিকে থমকে দিয়েছে ৫৩টি দোকানের রুজিরোজগার।

প্রায় এক মাস ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে ক্রেতারা আসছেন না, ব্যবসা কার্যত বন্ধ হওয়ার মুখে। এই পরিস্থিতিতে আজ কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম পালের নেতৃত্বে মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

দোকানদার অভিজিৎ দেবনাথ জানান, মহকুমা শাসক আলোচনার পর ঠিকাদারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও ব্যবসায়ীদের আশঙ্কা—প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ নেবে তা নিয়েই সংশয় রয়েছে। মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন, ব্যবসায়ীদের দাবি যুক্তিসঙ্গত, এবং সমস্যার দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন হোক, তবে যেন কারও জীবিকার গলা না টিপে ধরে—এটাই এখন স্থানীয়দের মূল দাবি।