তেলিয়ামুড়া রেলস্টেশনে অচেতন যুবকের মৃত্যু, রহস্য

তেলিয়ামুড়া, ২৮ মে: তেলিয়ামুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে মঙ্গলবার সকালে এক অজ্ঞাতপরিচয় যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পর কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর দুপুরের দিকে ওই যুবকের মৃত্যু হয়।

তবে এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। কোথা থেকে এসেছিল, কী কারণে রেলস্টেশনের সামনে অচেতন অবস্থায় পড়ে ছিল—এই সব প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের। মৃতদেহ বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত এবং ময়নাতদন্ত রিপোর্টের দিকেই এখন নজর এলাকাবাসীর।