আগরতলা, ২৮ মে : সাব্রুম থেকে বৈষ্ণবপুর যাওয়া আসার একমাত্র রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে, বিপজ্জনক অবস্থায় হেঁটে যেতে হয় স্থানীয়দের।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কিছুদিন আগে বৈষ্ণবপুরে একটি ছড়ার উপরে থাকা লোহার ব্রিজ এর উপর দিয়ে ভারি মালবাহী গাড়ি যাওয়ার সময় গাড়িসহ ব্রিজ টি ভেঙে পড়ে। যার ফলে ওই রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়তে হয়েছে বৈষ্ণবপুর, পূর্বসাব্রুম, মাগরুম , সহ বিস্তীর্ণ এলাকার এলাকার জনগণ ও গাড়ি চালকদের।
২৮ মে সাব্রুম থেকে বৈষ্ণবপুর যাওয়ার যে সকল গাড়ির চালকরা রয়েছে তারা সংবাদ মাধ্যমকে জানায় অতি দ্রুত যেন ব্রিজ টি মেরামতের কাজে হাত লাগায় সরকার। কেননা এই ব্রিজের কারণে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে রয়েছে ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালকদের।

