পুকুরে ভেসে উঠলো তিন বছরের শিশুর মৃতদেহ, শোকস্তব্ধ পাথালিয়াঘাট গ্রামের তারাপদ

জম্পুইজলা, ২৭ মে: এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকলো ত্রিপুরার জম্পুইজলা ব্লকের পাথালিয়াঘাট এলাকার তারাপদ গ্রাম। মাত্র তিন বছরের এক নিষ্পাপ শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
মৃত শিশুটির নাম রিমাই দেববর্মা, বয়স মাত্র ৩ বছর। সে ছিল প্রদীপ দেববর্মা এবং শিবানী দেববর্মার একমাত্র সন্তান। পারিবারিক আর্থিক দুর্দশার কারণে মঙ্গলবার সকালে শিশুটির মা-বাবা তাকে ঠাকুরমার (ঠাম্মা) কাছে রেখে বনে যান বাঁশের করুল সংগ্রহ করতে। ওই সংগ্রহ করে বিক্রি করেই কোনোভাবে জীবিকা নির্বাহ করেন তাঁরা।
জানা গেছে, ঠাকুরমার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় ছোট্ট রিমাই। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি, যিনি রাবার বাগান থেকে কষ সংগ্রহ করে পুকুরে স্নান করতে এসেছিলেন, পুকুরে শিশুটির মৃতদেহ ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে গ্রামে খবর ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক রিমাইকে মৃত বলে ঘোষণা করেন।
পরে শিশুটির মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা, ঠাকুরমা, ঠাকুরদা এবং গোটা গ্রামের মানুষ। ঘটনার আকস্মিকতায় বারবার জ্ঞান হারাচ্ছেন শিশুটির মা ও বাবা।
এই মর্মান্তিক ঘটনায় গোটা তারাপদ গ্রাম শোকস্তব্ধ। এলাকাবাসীর দাবি, শিশুদের নিরাপত্তা এবং গ্রামীণ পরিবারগুলোর জন্য আরও সচেতনতা এবং সহায়তা প্রয়োজন, যাতে এমন ঘটনা ভবিষ্যতে রোধ করা যায়।