এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সারভিন সেবাস্টিয়ানের ব্রোঞ্জ, ভারতের পদক যাত্রা শুরু

গুমি, ২৭ মে : দক্ষিণ কোরিয়ার গুমিতে চলমান এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের সারভিন সেবাস্টিয়ান পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে দেশের জন্য প্রথম পদক এনে দিলেন। তিনি এক ঘণ্টা ২১ মিনিট ১৩.৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
এই ইভেন্টে চীনের ওয়াং ঝাওঝাও স্বর্ণপদক জয় করেন, আর রৌপ্য পদক যায় জাপানের কেন্টো ইয়োশিকাওয়ার ঝুলিতে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরেক ভারতীয় অ্যাথলেট, অমিত, পঞ্চম স্থানে শেষ করেন। সারভিনের এই সাফল্যের মধ্য দিয়ে ভারত এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় নাম লেখাল। ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন এই ফলাফলে খুশি হলেও এখনও আরও পদকের আশায় রয়েছে।