মণিপুরে জঙ্গিদের অস্ত্র সরবরাহে যুক্ত থাকার অভিযোগে মিজোরামের ৩ বাসিন্দার বিরুদ্ধে এনআইএ চার্জশিট

আইজল/গুয়াহাটি, ২৭ মে: মণিপুর ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের অভিযোগে মিজোরামের তিন বাসিন্দার বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দায়ের করল জাতীয় তদন্ত সংস্থা । অভিযুক্তরা হলেন—ভানলালদাইলোভা, লালমুয়ানপুইয়া এবং লালরিনছুঙ্গা ওরফে আলবার্ট।

২০২৪ সালের ৬ ডিসেম্বর এনআইএ-র নেতৃত্বে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়। এরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিনজন উত্তর-পূর্বাঞ্চলে সংঘটিত সাম্প্রতিক জাতিগত হিংসা এবং জঙ্গি কার্যকলাপকে প্ররোচিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তারা সক্রিয়ভাবে একটি আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং মণিপুরে সক্রিয় একাধিক জঙ্গি গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করতেন।

তদন্তে উঠে এসেছে, এই অবৈধ অস্ত্র সরবরাহের ফলে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত হয়েছে এবং উত্তেজনা আরও বেড়েছে। এই কর্মকাণ্ডে তাদের ভূমিকা ছিল পূর্ব পরিকল্পিত এবং সংগঠিত।

তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি , অস্ত্র আইন , এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন -এর একাধিক ধারায় মামলা রুজু করেছে এনআইএ।

সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “উত্তর-পূর্বাঞ্চলের সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধের মূলোৎপাটনের লক্ষ্যে এনআইএ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”