আগরতলা, ২৭ মে :মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশুর। ওই ঘটনায় শহরের চন্দ্রপুর শ্রীলঙ্কাবস্তি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি এলাকায় উজ্জ্বল মিয়া নামে এক যুবকের বাইকের নিচে পড়ে মৃত্যু হয় তিন বছর বয়সী শিশু আবির দাসের। তার মৃত্যুকে ঘিরে শ্রীলংকা বস্তি এলাকায় আজ উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অনুযায়ী উজ্জল মিয়া এই এলাকায় প্রতিদিনই দ্রুত গতিতে বাইক নিয়ে চলাচল করে। গতকাল বিকাল বেলাও সে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসে শিশুটিকে ধাক্কা মারে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু হয়। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় সেই এলাকায়। ছুটে গিয়েছে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গতকাল রাতে আটক করা হয় বলে জানান পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে।

