আগরতলা, ২৬ মে : বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল হকার্স কর্ণার। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। দমকলকর্মীরা ঘটনাস্হলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই ঘটনায় গোটা এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়েছিল।
জানা গিয়েছে, আজ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বড়সড় অগ্নিকাণ্ডে থেকে রক্ষা পেল হকার্স কর্ণার। ফলে আগুন ছড়িয়ে পড়ে। ওই এলাকার লোকজন এবং পথ চলতিরা আগুন লাগার দৃশ্য হঠাৎ দেখতে পায়। সাথে সাথে দমকল বাহিনীর কর্মীদের খবর পাঠিয়েছেন তাঁরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

