গোদাবরী নদীতে আট যুবক নিখোঁজ

আমরাবতী, ২৬ মে : অন্ধ্রপ্রদেশের ডঃ বি.আর. আম্বেদকর কোণাসীমা জেলার মুম্মিদিভারাম মন্ডলের কামিনিলাঙ্কা এলাকায় গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে আট যুবক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে ১১ জনের একদল যুবক স্নানের উদ্দেশ্যে নদীতে নেমেছিলেন। তবে জলস্তর গভীর হওয়ায় এবং স্রোতের তীব্রতায় তারা বিপদে পড়ে। তিনজন কোনোরকমে তীরে ফিরতে সক্ষম হলেও, বাকি আটজন স্রোতে ভেসে যায়।

নিখোঁজ যুবকদের বাড়ি কাকিনাডা, রামচন্দ্রপুরম ও মন্ডপেটা এলাকায়। তারা কে. গঙ্গাবরাম মন্ডলের শেরুলাঙ্কা গ্রামে একটি বিয়েতে অংশ নিতে এসেছিলেন এবং পরে স্নানের জন্য নদীতে যান। স্থানীয়দের মতে, ওই যুবকদের জলের গভীরতা সম্পর্কে কোনো ধারণা ছিল না এবং তারা সাঁতারও জানত না।

নদী থেকে উদ্ধার হওয়া তিনজন স্থানীয়দের সাহায্যের জন্য চিৎকার করলে ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। রাজস্ব বিভাগ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও সেখানে পৌঁছান।

নিখোঁজদের মধ্যে রয়েছেন মাহেশ (শেরুলাঙ্কা), রোহিত, ক্রান্তি, সাই, পল, সাই, সতীশ এবং মাহেশ (ইয়াররাগারুভু)। জানা গিয়েছে, তারা সবাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র। উদ্ধার অভিযানে নৌকা নামানো হয়েছে, তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিখোঁজ যুবকদের পরিবার নদীর তীরে এসে কান্নায় ভেঙে পড়েছেন এবং প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছেন। রাজ্যের শ্রমমন্ত্রী ভাসামসেট্টি সুবাস জানান, নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে এবং তিনি কর্মকর্তাদের দ্রুত অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। জেলাশাসক এবং শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন।

এদিকে মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি কোণাসীমা জেলার কালেক্টরের সঙ্গে ফোনে কথা বলেন এবং উদ্ধার কাজের আপডেট নেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে যেন সবরকম চেষ্টা করা হয় এবং তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়।